দৃশ্যমান নানিয়ারচরের চেঙ্গী খাল; অলাভজনক প্রকল্প দাবি স্থানীয়দের

430
।।মাহাদী বিন সুলতান।।
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডেল্টা প্লানের প্রকল্প “৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় পার্বত্য জেলা রাঙামাটি নানিয়ারচর উপজেলায় অবস্থিত চেঙ্গী খাল পুনঃখনন এখন অনেকটাই দৃশ্যমান। সোমবার (২৪ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২টি লং-বুম এক্সকেভেটর দিয়ে বামফিলিং এলাকার নিকটস্থ খাল পুনঃখনন করে চলেছে। বর্ষায় পাহাড়ি ঢল নামার আগে ৩কিলোমিটার লম্বা এই খালটি খনন সম্পন্ন করতে অনবরত কাজ করছে এক্সকেভেটর চালকরা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক কন্সট্রাকশন সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেন্ডার হলেও প্রাকৃতিক কারণে এবং চলমান বৈশ্বিক মহামারি করোনার ফলে এই খালটি পুনঃখনন সম্ভব হয়নি। গত ১৮ই এপ্রিল এই খালটি পুনঃখনন এর কাজ শুরু করেছে তারা। এদিকে খালটি পুনঃখনন শেষ হওয়ার আগেই পাহাড়ি ঢলে অসমাপ্ত থেকে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। পাহাড়ি ঢলে খাল ভরে উঠলে ব্যাহত হবে খননের কাজ।
স্থানীয় এক ইউপি সদস্য জানান, প্রতি বছর চেঙ্গী নদীর পানি শুকিয়ে স্থানীয় নৌকা, বোর্ট ও লঞ্চ চলাচলে বিঘ্নতা ঘটে। ডেল্টা প্রকল্পের আওতায় চেঙ্গী খাল পুনঃখনন শুরু হলে এলাকাবাসী অনেকটা আশাবাদী ছিল।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে। এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি মনিটরিংয়ের জন্য বলা হবে।
স্থানীয়দের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান, আমরা দ্রুত কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটুকু কাজ সম্পন্ন হবে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সে পরিমান বিল পরিষোধ করা হবে।