॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে মহিলা দলের একাংশ শতাধিক নেতাকর্মী ছালেহা বেগমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
এতে সাহিদা আক্তারের সঞ্চালনায় মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক বেগম ফাতেমা বাদশা।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম। উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী ছালেহা বেগম, নুরজাহান বেগম, কোকিলা চাকমা, বাবলী ইয়াসমিন, মরিয়ম বেগম প্রমূখ।