দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

128

॥ স্টাফ রিপোর্টার ॥

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দবিতে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে নেতাকর্মীরা বনরূপার এপেক্স পর্যন্ত মূল সড়কের দু-পাশে লিফলেট বিতরণ করে পথসভায় মিলিত হয়।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভূট্টো), সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক দেবজ্যোতি চাকমা রিংকু, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।