॥ স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানববন্ধন ও সমাবেশ করেছে। শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, যুবদলের যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাস সভাপতি কামাল হোসেন, মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, মৎস্যজীবি দলের সভাপতি ফনিন্দ্র চাকমাসহ রাঙামাটি জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার বলেন, দেশের মানুষ আজ না খেয়ে আছে, এখন পুরো বাংলাদেশে নিরব দূর্ভিক্ষ চলছে। দেশের মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারছে না। শেখ হাসিনার এক নায়কতন্ত্রের কারণে যেই কথা বলবে তাকে গুম করা হচ্ছে। এই দেশের মানুষকে নির্যাতিত এই সরকারের হাত থেকে রক্ষা করতে ও বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দিদের মুক্তি করতে রাজপথে আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।