ধর্ষিতা মারমা যুবতীর খোঁজ নিতে হাসপাতালে দীপেন ও মৈত্রী

3

\ স্টাফ রিপোর্টার \
কাউখালীতে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতার হাতে ধর্ষণের শিকার ২২ বছর বয়সী মারমা যুবতীর চিকিৎসার খোঁজ খবর নেওয়াসহ তাকে সমবেদনা জানাতে হাসাপাতালে ছুটে গেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং ২৯৯নং আসন থেকে বিএনপির টিকেটে সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা। ওই যুবতি ধর্ষণের শিকার হওয়ার পর বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে নেতৃদ্বয় হাসপাতালে তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তারা যুবতীর পরিবারের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকের সাথেও কথা বলার পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতকে দ্রæত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করাসহ তার দ্রæত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।