॥ রুমা সংবাদদাতা ॥
বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে গোসল করতে নামা একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির নাম অন্তর বড়ুয়া (১০)। সে রুমা সদরে বড়ুয়া বাসিন্দা ও রুমা বাজারে ব্যবসায়ী শিবু বড়ুযার ছেলে।
পারিবারিক ও ফায়ার সার্বিস সূত্র জানায়, শুক্রবার( ১৮/০৮/২৩)বিকালে রুমা সদরে বড়ুয়া পাড়াঘাটে অন্তর বড়ুয়া নামে শিশুটি তার বন্ধুকে নিয়ে গোসল করতে সাঙ্গু নদীর ঘাটে যায়। ঘাটে গেলে শিশু অন্তর বড়ুয়া নদীতে নেমে পানিতে ডুবে যায়। বিষয়টি অন্তরের অভিভাবকদের জানায়। পরে রুমা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খুঁজাখুঁজি করে। ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আবদুল রহিম বলেন খবরটি পাওয়া পর বড়ুয়া পাড়াঘাটের এলাকায় সম্ভাব্য স্থানে অনেক খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তবে আগামীকাল (রোববার) আবারো খুঁজতে যাবেন বলে জানিয়েছেন তিনি।