নদী পরিব্রাজক দল রাঙামাটির পক্ষে জেলাপ্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

393

॥ আলমগীর মানিক ॥
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের পক্ষ থেকে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনটির উপদেষ্টা, রাঙামাটি প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, জেলা সভাপতি আলমগীর মানিক, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন এর প্রতিষ্ঠাতা সভাপতি নুর তালুকদার মুন্না ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন’’ এর পরিচালক সাজিদ-বিন-জাহিদ(মিকি)।

এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া উপস্থিত ছিলেন। ক্রেস্ট বুঝে নেওয়ার সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ নদী পরিব্রাজক দলের রাঙামাটির কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের রাঙামাটির বিভিন্ন প্রাকৃতিক ঝর্ণা, ছড়াগুলোসহ ছোট ছোট নদী ও কাপ্তাই হ্রদকে অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে রাঙামাটি জেলা প্রশাসন কাজ করছে। এইধরনের কর্মকান্ড চালিয়ে যেতে হলে স্থানীয় সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন মন্তব্য করে জেলাপ্রশাসক বলেন, নদী পরিব্রাজক দল রাঙামাটি জেলা কমিটিও কাপ্তাই হ্রদ রক্ষার আন্দোলন চালিয়ে যাবে এমনটাই আমি আশা করছি। তিনি নতুন কমিটির সদস্যদের স্বাগত ও অভিনন্দনও জ্ঞাপন করেন।