নাইক্যছড়া বিহার অধ্যক্ষের গুরু পূজা অনুষ্ঠান

81

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া নাইক্যাছড়া বৌদ্ধবিহারের দায়ক দায়িকাবৃন্দের সহযোগিতায় আচারিয়া গুরুপূজা উদযাপন কমিটির উদ্যোগে গুরুপুজা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ জানুয়ারী) বিকাল ২ টায় বিহার প্রাঙ্গনে বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের এর সপ্তম গুরুপূজা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন এলাকা হতে হাজার হাজার নর নারী ভক্তগন বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুগন উপস্থিত ছিলেন। গুরুপুজা অনুষ্টানে বক্তব্য রাখেন, বান্দরবান রাজ বিহার অধ্যক্ষ সুবর্ণা লংকা মহাথের, কাপ্তাই কুকিছড়া লোটান শিশুসদন পরিচালক ডঃ নাগাছেনা মহাথের লন্ডন (প্রবাসী) সংঘমিতা শিশুসদন পরিচালক প্রতিষ্টাতা বিশুনন্দ মহাথের, বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোচাইপ্রূ মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ। পরে গুরু পূজায় পূজনীয় ভদন্ত ক্ষেমাচারা মহাথের কে দান করেন দায়ক দায়িকাবৃন্দ।।