নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা উড়ে গেছে

99

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জামছড়ি বিওপির বিপরীতে মিয়ানমার অভ্যন্তরে সালিডং বিজিপি ক্যাম্প এলাকায় মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার- ৪৫ এলাকায় মিয়ানমার অভ্যন্তরে ৬ বিজিপির অধীনস্থ সালিডং ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই ল্যান্ড মাইন বিস্ফোরণে আহত হন মোঃ গোলাম আকবর (২৫)।

জানা গেছে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনার জন্য গেলে মাইন বিস্ফোরণে বাম পায়ের গুরালী উড়ে যায় এবং শরীরের ম্পর্শকাতর স্তানে মারাত্মক জখম হয়। বিষয টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত শাহজাহান।