নাইক্ষ্যংছড়িতে রেকর্ড মূল্যে গরু-মহিষ নিলাম বিজিবির

194

॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক জব্দ করা ৪২টি গরু-মহিষের নিলাম সর্বোচ্চ রেকর্ড এর মাধ্যমে বিক্রি হয়েছে। শনিবার (২৪ডিসেম্বর) দুপুরে নাইক্ষংছড়ি সরকারি বিজিবি স্কুল মাঠে নিলাম শুরু হয়। সকাল থেকেই বান্দরবান জেলার পার্শ্ববর্তী কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা জেলা থেকে আসা বিভিন্ন ব্যবসায়ী এই নিলামে অংশগ্রহণ করার জন্য আসে।

৪২ টি গরু ও মহিষের মধ্যে আটটি হচ্ছে ছোট সাইজের মহিষ এবং ১০ থেকে ১২ টি বড় গরু আর কতগুলো মাঝারি ধরনের গরু ছিল। সর্বোচ্চ ডাকে কুমিল্লার ব্যবসায়ী রহিম উদ্দিন এই গরু মহিষগুলো নিলাম পায়। যার নিলাম ডাক হয়েছে ৩৪ লক্ষ ৯২ হাজার ১০০ টাকা এবং সিজার মূল্য হয় ৪১ লক্ষ ৩ হাজার ২১৭ টাকা। প্রতিটি গরুর মূল্য পড়েছে ৯৭ হাজার ৬৯০ টাকা, তা এ যাবৎ কালে সর্বোচ্চ নিলাম বলে অন্যান্য নিলামকারি অভিমত প্রকাশ করেন।

এই নিলামে অংশগগ্রহণ করেন ৫৪জন। প্রত্যেকজন ৭লক্ষ টাকা জমা দিয়ে এই নিলামে অংশগ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই নিলামে সরকারের কোষাগারে টাকা বেশি গেলেও যিনি এত বেশি ডাকে গবাদিপশুগুলো নিয়েছে তাঁর ক্ষতি হবে কমপক্ষে ৫-৬লক্ষ টাকা।