নাইক্ষ্যংছড়িতে ১শ’ ৩৬ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন পার্বত্য মন্ত্রীর

411

॥ নুরুল কবির ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই দিনের সফরে ১শ’ ৩৬কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রথমদিন দোছড়ি ইউনিয়নে ৭০কোটি এবং সোমবার উপজেলা সদরে ৬৫কোটি টাকার এসব উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ১২কোটি ৯৬লক্ষ টাকার ৯টি প্রকল্প, শিক্ষা প্রকৌশল বিভাগের ৪৮কোটি ৫৯লক্ষ টাকার ২টি এবং পার্বত্য জেলা পরিষদের ৩কোটি ৯৭লক্ষ টাকার ৮টি প্রকল্প রয়েছে।

বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধকালে পার্বত্যমন্ত্রী পাহাড়ে চলমান উন্নয়নের বর্ণনা দিয়ে বলেছেন, যতদিন ক্ষমতায় আছি পাহাড়ের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাবো। জননেত্রী শেখ হাসিনা আমার শক্তি। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই অর্জন বাংলাদেশের সকল মানুষের। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি,পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মো” জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যানে ওয়ান চাক, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মন্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।