নাগরিক পরিষদ রাঙামাটি পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

458

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে রাঙামাটি পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিউট মিলনায়তে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান।

নাগরিক কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবীব আজম, সদস্য মঈন উদ্দীন।

আলোচনা সভার পর রাঙামাটি পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি – মুহাম্মাদ ইব্রাহিম (কাঠালতলী), সিনিয়র সহ-সভাপতি -মোজাফফর আহমেদ (পৌরসভা এলাকা), সাধারণ সম্পাদক – এম হিরু তালুকদার (কাঠালতলী), যুগ্ন সম্পাদক-মোঃ আজিজুল ইসলাম (ফায়ার সার্ভিস এলাকা), যুগ্ন সম্পাদক -মোঃ ইউসুফ (কাঠালতলী), সাংগঠনিক সম্পাদক -মোঃ আবচার(স্বর্ণটিলা), যুগ্ন সম্পাদক -মোঃ মনির হোসেন (তবলছড়ি), অর্থ সম্পাদক-মোঃ আক্তার হোসেন, দপ্তর সম্পাদক-মো দিদারুল ইসলাম (পাবলিক হেলথ এলাকা), সদস্য-মোঃ সেলিম উদ্দিন (বনরূপা), সদস্য -মামুন (বনরূপা), মহিলা বিষয়ক সম্পাদক -রেখা বেগম ( কালিন্দপুর)।