নানা আয়োজনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

162

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, সহ-প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিতা দেওয়ান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, যুবমহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, এদেশের স্বাধীনতা সংগ্রাম ও মানুষের অধিকায় প্রতিষ্ঠায় একমাত্র আওয়ামীলীগ সোচ্চার ছিলো। বাংলাদেশ আওয়ামীলীগ একটি অসম্প্রদায়িক দল, টানা তিনবার ক্ষমতায় থাকার কারণে দেশের অন্যান্য অঞ্চলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগের বিকল্প নেই। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।