নানা কর্মসূচির মাধ্যমে কাউখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

431

॥ কাউখালী প্রতিনিধি ॥

নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি ঘিরে উপজেলা সদরস্থ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউখালী থানা পুলিশ, বিভিন্ন বিদ্যালয় ও স্থনীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশুদ্দোহা চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা কৃষি অফিসার কৃশিবিদ মো. ছামিউল হক, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা।

এ সময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. গিয়াস উদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুজন কানুনগো, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক,পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সাহাবুদ্দিন হোসাইন,তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো. সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা জণ স্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী ঝিনি চাকমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় শিল্পী ঘোষ্টির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।