নানিয়ারচরে উপজেলা কৃষকদলের পরিচিতি সভা

106

॥ স্টাফ রিপোর্টার ॥

নানিয়ারচরে উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ইসলামপুরে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।

প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি জেলা কৃষকদলের সভাপতি ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক অলোক প্রিয় চৌধুরী রিন্টু।

উপজেলা কৃষকদলের সভাপতি বিপুল বিকাশ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি রন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি অনিল কান্তি চাকমা।

বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিন্টু চাকমা, উপজেলা মহিলাদলের সভাপতি বিলকিস মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, যুগ্ম-আহবায়ক মো. ইলিয়াস, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মল্লিক। এসময় জেলা ও উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল হাসান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে আমেরিকা। তারা বুঝতে পেরেছে দেশে আজ গণতন্ত্র বাকরুদ্ধ। বিশ্ব নেতারাও আজ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।