।। স্টাফ রিপোর্টার ।।
রাঙামাটির নানিয়ারচরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সারা দেশের ন্যায় নানিয়ারচরেও পঞ্চমবারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার সকালে (২ মার্চ) ‘ভোটার হব নিয়ম মেনে ,ভোট দিব যোগ্যজনে‘‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
বক্তারা আরো বলেন,নাগরিক হিসেবে আমরা নিজেদের কোথায় নিতে চাই- সেটা নির্ভর করে নির্বাচনে আমরা কাকে নির্বাচন করছি। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকল শ্রেণি পেশার নাগরিকদের সচেতন করতে হবে। যেন আমরা সকলে মিলে মনের খুশিমত, একজন যোগ্য মানুষকেই ভোট দিয়ে নির্বাচন করি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজ্জামাল হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা রিসোর্ট সেন্টার অফিসার মোঃ সারোয়ার কামাল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তপন কান্তি ত্রিপুরা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার দ্বিমান চাকমা,উপজেলা যুব উন্নয়ন অফিসার(চ.দা) মোঃ আজিজুর রহমান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা, কলিন চাকমা, মোঃ রাজিব মন্ডল,অফিস সহায়ক পাইহ্লা প্রু মারমাসহ স্কুল,কলেজের শিক্ষক ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য প্রমূখ।