।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জনাব মাহবুব এলাহী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জনাব আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা মো. জুলফিকার আলী, নায়েবে আমীর ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জনাব পারভেজ আলমসহ বিভিন্ন শ্রমজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব আব্দুস সালাম বলেন, “শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা দেশে কাজ করে যাচ্ছে। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ন্যায়বিচার ও ইনসাফের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।”
বিশেষ অতিথি অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, “মানব সভ্যতার শুরু থেকেই শ্রমিকদের ভূমিকা ছিল অপরিহার্য। বাংলাদেশের ইতিহাসেও শ্রমিকদের অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ, আজও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি।”
তিনি আরও বলেন, “একটি সুবিচার ও সাম্যের সমাজ গঠনের জন্য আমাদের কুরআনের শিক্ষা মেনে চলতে হবে। যতদিন মুসলমানরা কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করবে, ততদিন শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে না।”
বক্তব্য শেষে দেশের শান্তি, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং সকলের নৈতিক ও মানবিক উন্নতির জন্য দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথি ও শ্রমিকদের নিয়ে একসাথে ইফতার অনুষ্ঠিত হয়।