॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে ভাই ভাই মৎস্য খামারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নানিয়ারচর হার্টিকালচার সংলগ্ন মৎস্য খামারে রুই, কাতাল, গ্লাস কার্প, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ১টন মাছ অবমুক্ত করেন, পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। এসময় সমিতির সদস্য হেলাল ও আলেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সভাপতি প্রগতি চাকমা বলেন, পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির আওতাধীন ভাই ভাই মৎস্য খামারে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ কৃষিব্যাংক থেকে ৩লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা মাছের পোনা অবমুক্ত করেছি। সরকারীভাবে সাহায্য সহযোগিতা পেলে চাষিরা লাভবান হবে।
তিনি আরো বলেন, খামারের জন্য একটি বাঁধ দেওয়া জরুরী। উপজেলা পরিষদ থেকে এত বড় বরাদ্দ দেওয়া সম্ভব না। জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ড থেকে এখানে যদি একটি বাঁধ করে দেওয়া হয় তবে শতাধিক মাছ চাষি উপকৃত হবে।
সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সদস্যদের উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। ঋণ গুলো বাইরে না দিয়ে সে টাকা দিয়ে মাছ চাষ করে সদস্যদের স্বাবলম্বী করার চেষ্টা করছি।
এসময় পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির আওতায় ভাই ভাই মৎস্য খামারের উদ্যোগে ৫বছর যাবৎ ১০একর জমিতে মৎস্য চাষ করা হচ্ছে এবং সমিতিতে ১১০জন সদস্য রয়েছে বলেও জানান তিনি।