নানিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ

157

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ জানুয়ারি জাতীয় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

এদিকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন,লংগদু উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহম্মদ, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার, সদর উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা,কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, বাঘাইছড়ি নির্বাচন অফিসার চৈতালী চাকমা,রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কলিন চাকমা,সিমা দেওয়ান,অফিস সহায়ক ফায়েলা প্রু মারমা প্রমূখ।

ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে নানিয়ারচর উপজেলায় ১৬ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৮৫ জন পোলিং অফিসার অংশ নিয়েছেন।