নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, ওসি (তদন্ত) আনিছুর রহমান সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, রাজিনৈতিক দ্বন্দে অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশাসন কে অবহিত করা, বিদ্যুৎ বিভ্রাট, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করেন।
বক্তব্যে ইউএনও শাহরিয়ার মোক্তার বলেন, নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে হবে। জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ কে এবিষয়ে নজর রাখতে হবে। শিশু জন্মের প্রথম ৪৫দিনে বিনামূল্যে জন্ম নিবন্ধন করা যায় এবিষয় টি জনসাধারণ কে জানাতে হবে।
এসময় তিনি আরো বলেন, মোটর সাইকেল আরোহীদের যথাযথ নিয়ম মেনেই বাইক চালাতে হবে। হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো কোন ভাবেই কাম্য না। দ্রুত গতিতে ও হেলমেট ছাড়া বাইক চালালে উপজেলা প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।