নানিয়ারচরে সেনা অভিযানে কাঠ আটক

152

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

গত ৩ অক্টোবর রাতে নানিয়ারচর জোন (১০ বীর) কর্তৃক জোনের আওতাধীন ড়–ড়িঘাট আর্মি ক্যাম্পের অধীনস্ত কেরাকুটাপাড়া এলাকা হতে ৮২.২ ঘনফুট অবৈধ গামারী ও সুরুজ কাঠ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৫হাজার টাকা।

এদিকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামহরিপাড়া এলাকা হতে ৪,৭৯২ ঘনফুট অবৈধ সেগুন, গামারী করই এবং গোল কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮লক্ষ টাকা। আটককৃত কাঠসমূহ প্রচলিত আইন অনুযায়ী বুড়িঘাট বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

সেনাবাহীনি জানায়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।