নানিয়ারচরের তরমুজ চাষীরা এবার ফলন ও দাম নিয়ে শঙ্কায়

457

॥ মোঃ নাজিম উদ্দীন ॥
নানিয়ারচরে এ বছর ব্যাপক হারে তরমুজ চাষ হলেও রোগপোকার আক্রমণে শঙ্কিত হয়ে পড়েছে চাষিরা। এ দিকে এ বছর তরমুজের দামও তুলনামুলক কম দেখা যাচ্ছে; এই প্রেক্ষাপটে কাক্সক্ষীত ফলন না পেলে পুঁজি হারানোর আশঙ্কা করছে তরমুজ চাষিরা। নানিয়ারচরের জলে ভাসা জমিতে এ বছরই সবচেয়ে বেশি তরমুজ চাষ হয়েছে।

স্থানীয় সূত্র ও কৃষি বিভাগের দেওয়া তথ্যে জানা যায়, রাঙামাটির জেলার মৌসুমি ফল আবাদের অন্যতম এলাকা নানিয়ারচরে আগের বছর গুলোতে তরমুজ চাষ হাতে গোনা কয়েকটি এলাকায় ছিল। এবার লংগদু থেকে চাষিরা তরমুজ চাষের জন্য নানিয়ারচর আসে। জমি লীজ নিয়ে ব্যাপক হারে তরমুজ লাগায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে অন্তত ৮-৯ হেক্টর জমিতে এবার তরমুজের চাষ হয়েছে।

লংগদু থেকে নানিয়ারচর এসে জমি লিজ নিয়ে তরমুজ চাষী মো. সুমন জানান, নানিয়ারচরে এই প্রথম তিনিসহ তিনজনে শেয়ারে প্রায় ১০ কানি জমিতে তরমুজ চাষ করেছেন। ইতোমধ্যে ৮-১০ লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু এ পর্যন্ত মাত্র ৪-৫ লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পেরেছেন। ফলে পঁচন ও গাছ মরে যাওয়া রোগে তিনি দিশেহারা; পুঁজি উঠবে কিনা এই শঙ্কায় রয়েছেন তিনি। চাষি জানায় কৃষি অফিস থেকে লোকজন এসে পরামর্শ দিচ্ছে, তবে তেমন কাজ হচ্ছে না।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো.ইমতিয়াজ আলমের সাথে কথা বললে তিনি বলেন,নানিয়ারচর উপজেলায় তরমুজ চাষ তেমন না হলেও গেল বছর গুলোর তুলনায় এ বছর চাষ বেরেছে। অন্যান্য উপজেলা থেকে এখানে এসে জমি লিজ নিয়ে চাষ করে থাকেন।

তিনি আরো বলেন, আমরা কৃষক ভাইদের প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে বিভিন্ন সহায়তাসহ সকল প্রকারের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা চাষিদের পাশেই আছে।