নানিয়ারচরের দূর্গম পাহাড়ে অসহায়দের পাশে সেনাবাহিনী

396

॥ নানয়িারচর প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলার নানিযারচর উপজেলার দূর্গম পাহাড়ে অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন। মঙ্গলবার (০১ জুন) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠে এবং নানিয়রচরের বেতছড়ি বাজারের পাশে বসবাসরত অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, লবন, সেমাই, ছোলা, চিনি বিতরণ করা হয়েছে ।

নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে দূর্গম স্থানে নানিয়ারচর জোন ত্রান সামগ্রী বিতরণ চলমান রেখেছে। এসময় জোন কমান্ডার গোলাম মাবুদ হাসান পিএসসি, ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাজ্জাদ উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।