॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে নানিয়ারচর থানার উদ্যোগে স্থাপিত নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের ঘর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে গণভবন থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৪০০টি ঘর ও নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তিনি আরো বলেন, নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এর মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ও আইনি সেবার আওতায় আনা হচ্ছে। এসময় তিনি সুবিধাভোগী পরিবারের সাথে কথা বলেন।
এসময় নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে নানিয়ারচর থানার উদ্যোগে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য স্থাপিত মুজিব বর্ষের ঘরটি সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় সুজন হালদার অসহায় নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধিদের প্রতি থানায় এসে পুলিশি সেবা নেওয়ার আহ্বান জানান।