নানিয়ারচরে অসহায় বিধবাদের মাঝে মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির শাড়ি বিতরণ

613

।।মাহাদী বিন সুলতান।।

ঈদ উল ফিতর উপলক্ষ্যে নানিয়ারচরে অসহায়, বয়ষ্ক ও বিধবাদের মাঝে শাড়ি বিতরণ করেছে মৌসুমী ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি (লিঃ)। সোমবার সকালে উপজেলার ইসলামপুর বউ বাজার ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অসহায়, বয়ষ্ক ও বিধবাদের মাঝে শাড়ি বিতরণ করেন, ২নং ইসলামপুর ইউপি সদস্য ও সমিতির সভাপতি মোঃ নুর ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মনির খান।

এসময় ইসলামপুর সমিতির কার্যালয়ে ও পরে বগাছড়ি এবং বুড়িঘাট এলাকায় মোট ৩০জন অসহায়, বয়ষ্ক ও বিধবা মহিলার মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে কার্যকারী সদস্য মোঃ রফিক, মোঃ বাহাদুর খান ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আনারসের রাজধানী খ্যাত নানিয়ারচরে ২০২০ সালে উপজেলার ৭৩জন মৌসুমী ফল ব্যবসায়ীদের নিয়ে এই সমবায় সমিতি গঠিত হয়।