নানিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

537
॥ গোলাম মোস্তফা ॥
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যে নানিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং লিন প্রকল্প, ইউএনডিপি পরিচালিত উইভ প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার শিউলী রহমান তিন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। উপজেলা মহিলা বিষয়ক (আইজিএ) প্রশিক্ষক অর্পিতা চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, উপজেলা তথ্য আপা মুন্নি দত্ত ও বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পুরুষের পাশাপাশি নারীদের ও সমাজে ব্যাপক ভূমিকা রয়েছে। একবিংশ শতাব্দির এই যুগে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে নারী নেতৃত্ব রয়েছে। আজ নারীদের ভূমিকা শুধু সংসারে সীমাবদ্ধ নয়, সমাজনীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতিতেও রয়েছে অসামান্য অবদান। শুধু সামাজিক ভাবেই নয়, প্রতিটা পুরুষকে পারিবারিক ভাবেই নারীদেরকে সম্মান দিতে হবে। বক্তারা আরো বলেন, সমাজের নারীর অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। নারীদের পিছিয়ে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য সৃষ্টি না করে নারী-পুরুষ সকলে মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের দিকে আরো অনেক দূর এগিয়ে যাবে। এসময় বর্তমান সরকারের হাতে নেওয়া নারীবান্ধব বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন বক্তারা। এদিকে র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলার মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।