নানিয়ারচরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসকের ঝটিকা সফর

453

।। মাহাদী বিন সুলতান ।।

রাঙামাটি জেলা প্রশাসক ঝটিকা সফরে নানিয়ারচর উপজেলা পরিদর্শন করেছেন। শনিবার (২৪শে এপ্রিল) সকালে হটাৎ এক ঝটিকা সফরে নানিয়ারচর উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে নানিয়ারচরে অসহায় দুস্থ ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রদত্ত ঘর পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসন। এসময় উপজেলার বগাছড়ির ৫টি ও ডাকবাংলা এলাকার ১টি ঘর পরিদর্শন করেন তিনি। এসময় সুবিধাভোগীদের কেউ কোন প্রকার আর্থিক লেনদেন করেছেন কিনা এব্যাপারে খোঁজ খবর নেন।

মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসক নানিয়ারচর সেতু, উপজেলা পরিষদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অঙ্কিত মুক্তিযুদ্ধ ম্যুরাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান প্রমূখ।

উল্লেখ্য নানিয়ারচর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ২৮টি ঘর ইতোমধ্যেই হস্তান্তর হয়েছে। এবং ৩টি ঘর নির্মাণাধীন রয়েছে। নানিয়ারচর উপজেলায় সর্বমোট ৩১টি পরিবার প্রধানমন্ত্রী ঘোষিত এই সুবিধা পাচ্ছে।