॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নানিয়ারচর হর্টিকালচার হল রুমে ইউএনসিসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) ও লিডারশীপ টু এনশিউর এডিইকুয়েড নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগীতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লীন প্রকল্পের কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসমাইল উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিমি চাকমা, নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অংগদ চাকমাসহ সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ২দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা প্রমূখ।