॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা-কে (৫৫) গুলি করে হত্যা করার অভিযোগ করেছে তার সংগঠন। বুধবার (০৭ডিসেম্বর) সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্যমণি মূর্তি নামক স্থানে তাকে হত্যা করা হয় বলে স্বশ^স্ত্র সংগঠনটি দাবি করছে। গিরি চাকমা সাবেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড এগারইল্যা ছড়া এলাকার বাসিন্দা বিরাজ মোহন চাকমার ছেলে। তবে কোনো মরদেহ পায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার সকালে ইউপিডিএফ’র সংগঠক গিরি চাকমা নামের এক ব্যক্তিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্য মণি মূর্তি নামক স্থানে কয়েকজন সন্ত্রাসী গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, তারা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাঙ্গিপাড়া এলাকায় গোলাগুলির আওয়াজ শুনেছেন।
এদিকে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা তাদের সংগঠক-কে হত্যার জন্য নব্যমুখোশ সংস্কারবাদী সন্ত্রাসীদেরকে (ইউপিডিএফ সংস্কার) দায়ি করেছে । তারা এ ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন।
তবে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নানিয়ারচর উপজেলার সংগঠক জ্ঞান চাকমা বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে এরকম ঘটনার কথা শুনেছি। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শুধু শুধু কেন তারা আমাদের দায়ী করছে সেটা বোধগম্য নয়্।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার বলেন, আমরা খবর পেয়েছি গোলাগুলিতে ইউপিডিএফ এর সদস্য নিহতের খবর পেয়েছি। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেছেন- আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এলাকাটি বেশ দুর্গম। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। এখনো কোন মরদেহ খুঁজে পায়নি।