নানিয়ারচরে এলাকাবাসীর উদ্যোগে কবরস্থান প্রতিষ্ঠা

363

॥ স্টাফ রিপোর্টার ॥
নানিয়ারচর উপজেলার পুরাতন বাজার এলাকার বাজার মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সহোযোগিতায় স্বেচ্ছায় কবরস্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় দেড় কানি জায়গায় মাটি ভরাটের সিদ্ধান্ত নেয় পুরাতন বাজার মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (১৯ জুন) এলাকাবাসীর মতামতের ভিত্তিতে রবিবার (২১ জুন) দিন ধার্য করে সামাজিক দূরত্ব মেনে  গোরস্তান তৈরির কাজ হাতে নেয় এলাকাবাসী।  এ ব্যাপারে পুরাতন বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেদওয়ান মৃধা বলেন, “নানিয়ারচর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি কবরস্থান রয়েছে। সেখানে দাফন করার মত খালি জায়গা না থাকায় আমরা এলাকাবাসীর উদ্যোগে কবর খননের কাজ শুরু করেছি।

তিনি আরও জানান, এলাকাবাসী ও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাথে ও এলাকাবাসীর সিদ্ধান্তে উপনীত হয়ে কবরস্থান নির্মান কাজ হাতে নেই। স্বেচ্ছায় কাজ করতে আসা এলাকাবাসীরা জানিয়েছে যে ভরাটকৃত মাটি যদি আটকে রাখতে হয় এর পাশে একটি সাপোর্টিং ওয়াল প্রয়োজন। বন্যার ক্ষতি এড়াতে জেলা পরিষদের এর কাছে এলাকাবাসীর এই দাবী।