নানিয়ারচরে ওএমএস চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

203

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্য বান্ধব কর্মসূচি টিসিবির পাশাপাশি নানিয়ারচরে ওএমএস চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার নানিয়ারচর বাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, ওসি সুজন হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজসহ খাদ্য নিয়ন্ত্রক তপন কান্তি চাকমা ও সুবিধাভোগী পরিবারসমূহের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার জানান, আজ থেকে নানিয়ারচরে ওএমএস চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হলো। নির্ধারিত ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রতি মাসে ৫কেজি চাল ৩০টাকা হারে ২বার ক্রয় করতে পারবেন কার্ডধারী পরিবারসমূহ। কেউ যাতে কার্ড ব্যতিত চাল ক্রয় করতে না পারে সেদিকে লক্ষ রাখবে উপজেলা প্রশাসন।