গোলাম মোস্তফা
নানিয়ারচর উপজেলায় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলার ৪টি ইউনিয়নের কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৪ মে) বিকালে নানিয়ারচর সদর উপজেলায় স্থানীয় ২৬ পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগী প্রমূখ।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি জানান, চলমান করোনাকালে কোন প্রকার গণজমায়েত না করা এবং স্বাস্থ্য বিধি মানার লক্ষ্যে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় ওয়ার্ড প্রতিনিধির পাশাপাশি ট্যাগ অফিসার নিয়োগ করে এলাকার প্রান্তিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হচ্ছে।