নানিয়ারচরে কাজুবাদাম ও কফি চাষ শীর্ষক প্রশিক্ষণ

429

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

পাহাড়ি এলাকায় কাজুবাদাম, কফি চাষ পদ্ধতি ও পরিচর্যা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করেছে নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টার।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬০জন সাধারণ কৃষক/কৃষাণীদের মাঝে কাজুবাদাম, কফি চাষ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আলম ও উদ্যানতত্ত্ববিদ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।