নানিয়ারচরে কোভিড ভ্যাকসিন প্রদান শুরু

407

॥ মাহাদী বিন সুলতান ॥
নানিয়ারচর উপজেলায় কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে কমপ্লেক্সের হল রুমে প্রথম টিকাদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

পরে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলার মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েল খীসাকে এই টিকা প্রদান করা হয়। এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুয়েল খীসা জানান, নানিয়ারচরে প্রাথমিক ভাবে ৮৮০টি ভ্যাকসিন পাওয়া গেছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে। এই টিকা প্রদানের জন্য ১৮৩ জন নিবন্ধিত হয়েছেন।