নানিয়ারচরে জাতীয় ভোটার দিবস পালিত

610

॥ গোলাম মোস্তফা ॥

“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানিয়ারচর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর গোলাম মোস্তফা, কলিন চাকমা, অফিস সহায়ক পাই হ্লা প্রু মারমাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা -কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।