॥ মাহাদী বিন সুলতান ॥
নানিয়ারচরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ট্রাইবাল হেলথ ও মোবাইল টিম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসার সভাপতিত্বে এ প্রশিক্ষ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আলতাফ হোসেন, মেডিকেল অফিসার (আরএমও) ডা. দোলন দাশ ও হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা প্রমূখ। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু ও নারী-পুরুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং কার্যক্রম, ট্রাইবাল হেলথ কার্যক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যষিত অঞ্চলে স্থানীয় পুষ্টিকর খাবারের তালিকা, মোবাইল টিম গঠন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, ট্রাইবাল হেলথ কার্যক্রমে স্টেকহোল্ডার, দূর্যোগ পরবর্তী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানসিক আঘাতসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)।
বক্তব্যে ড. নূয়েন খীসা বলেন, পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন সমতল ও উপকূলীয় অঞ্চলে জাতিগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে মূলধারার সরকারি স্বাস্থ্যসেবা প্রদান করাই ইউএইচসি এর লক্ষ্য ও উদ্দেশ্য। ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সঠিকভাবে স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং, মাতৃস্বাস্থ্য ও নবজাতকের সেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ সনাক্তকরণ কল্পে কাজ করে যাওয়ার আহ্বান জনান তিনি।