॥ মেহেদী ইমাম ॥
নানিয়ারচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও সম্প্রতি বজ্রপাতে নিহত বুড়িঘাট ইউনিয়ন পরিষদ সচিব জয় চাকমার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়কালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এবিষয়ে জেলা প্রশাসক বলেন, নিহত জয় চাকমার মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। আমরা সত্যিই মর্মাহত। এসময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও শান্তনা দেন।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমা, অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়াসহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজ সম্পর্কে খোঁজখবর নেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে জেলা প্রশাসক মিজানুর রহমান ঘিলাছড়ি ইউনিয়নে জুরাছড়ি কমিউনিটি ক্লিনিক, মুজিব শতবর্ষের ঘর, বুড়িঘাট ইউনিয়নে বগাছড়ি পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর সদর ইউনিয়নে দ্যা চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নানিয়ারচর থানা পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা মাঠে সৌন্দর্যবর্ধন প্রকল্প ছায়ামঞ্চ ও ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন করেন।