নানিয়ারচরে পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

84

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকপ্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা কৃষি বিভাগের হল রুমে ৩০জন কৃষকের মাঝে ২দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও কৃষিবিদ তপন কুমার পাল।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসাহাক উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, শতদল চাকমা, মিনু বেগম ও জয়া চাকমা প্রমূখ।

এদিকে একই দিনে নানিয়ারচর উপজেলা হল রুমে রপ্তানিযোগ্য আম উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে ৩০জন কৃষকের মাঝে বাণিজ্যিকভাবে আম চাষে উৎপাদন বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক আপ্রু মারমা আম চাষে রোগ বালাই দমন, উন্নত জাতের আম চাষ, আধুনিক ভাবে আম সংরক্ষন ও বাজারজাতকরণ এবং উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন বিষয়ে কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকপ্পের আওতায় কৃষকদের মাঝে উন্নত মানের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।