নানিয়ারচরে পিসিসিপির মতবিনিময় সভা

323

|| স্টাফ রিপোর্টার ||

“শিক্ষা সম্প্রীতি সংগ্রাম মুক্তি” স্লোগানে নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপজেলা ও কলেজ শাখা কমিটি গঠনকল্পে (পিসিসিপি) রাঙামাটি আহ্বায়ক কমিটির উদ্যােগে শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন- নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক।

প্রধান বক্তা ছিলেন- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিঃ সহ- সভাপতি মো. হাবিব আজম। এসময় পিসিসিপি রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাগরিক পরিষদ রাঙামাটি জেলা নেতা মোঃ আব্দুস সালাম, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, রাঙামাটি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম, নানিয়ারচর উপজেলা ছাত্র পরিষদ নেতা মেহরাজ ইসলাম সুজন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুজ্জামান বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দেড় শতাধিক এনজিওর মাধ্যমে কয়েক হাজার খানেক প্রকল্প পরিচালিত হচ্ছে। এসব প্রকল্পের কোনোটিতেই বাঙালী অধিবাসীরা সুযোগ পাচ্ছে না। বাঙালী জনগোষ্ঠীকে বঞ্চিত করে একটি বিশেষ গোষ্ঠীকে তা দেয়া হচ্ছে। রাঙামাটির বিভিন্ন উপজেলায় এনজিও গুলোর ২২৫টি প্রকল্প রয়েছে। এর মধ্যে মাত্র ৯টি ক্ষুদ্র প্রকল্প বাঙালী অধ্যুষিত এলাকায়।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের শহরের বাঙালীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বচ্ছল হলেও গ্রামের মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে বসতি ও চাষের জমি থেকে উচ্ছেদ হওয়া গুচ্ছগ্রামের বাসিন্দারা। তিন জেলাতে এরকম মোট ৮৬টি গুচ্ছগ্রাম রয়েছে। এগুলোতে ২৬ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে পরিবারের সংখ্যা পাঁচ গুণ বাড়লেও রেশন কার্ড একটিও বাড়েনি ।