নানিয়ারচরে ফুটসাল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ফাইনাল খেলা অনুষ্ঠিত

311

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে সাউথ সুপার কিংস ক্লাবের আয়োজনে ফুটসাল ট্যুর্ণমেন্টের ১ম রাউন্ডের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের ফাইনালে অংশগ্রহণ করেছে ৬টি দল। বুধবার (২২শে জুন) বিকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম রাউন্ডের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় সাউথ সুপার কিংসের প্রধান উপদেষ্টা প্রিয়তোষ দত্ত, সুজন নন্দী, রুবেল দে, বিক্রম কিশোর রুদ্র, রয়েল চৌধুরী ও সুমেন দে, সভাপতি স্বপন জ্যোতি চাকমা, সম্পাদক সোহেল আহমেদ মুরাদসহ কমিটির সম্পাদক মন্ডলি, সদস্য ও ফুটবল প্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন। ১ম রাউন্ডের ফাইনালে শ্যামল দাশ, টিপলু বড়–য়া ও আনসার আলী রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন।

ক্লাব উপদেষ্টা সুজন নন্দী জানায়, এবারের ট্যুর্ণামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করে। ১ম পর্বে নক আউট পদ্ধতিতে ১১টি দলের খেলার সমাপ্তি হবে। আগামীকাল থেকে ২য় পর্বের খেলায় বাকি ১১টি দল অংশগ্রহণ করবে।

তিনি আরো জানান, ২০১৬সালে নানিয়ারচরে প্রতিষ্ঠিত হয় সাউথ সুপার কিংস ক্লাব। এবারসহ ২য় বারের মতো আমরা ফুটসাল ফুটবল ট্যুর্ণামেন্টের আয়োজন করেছি। ১ম পর্বের ফাইনালে খেলছে একতা ক্লাব বনাম সংজুনি ক্লাব। এতে সংজুনি ক্লাবের কাছে ২/১ গোলে হারে একতা ক্লাব।

এদিকে আজকে ফাইনালের ২য় ম্যাচে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কিং ইলেভেন অংশগ্রহণ করে। নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ৫গোলের বিপরীতে কিং ইলেভেন করেছে ১গোল। এতে ৫/১গোলে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে হারে কিং ইলেভেন।

অপরদিকে খেলার ৩য় ম্যাচে পুরাতন বাজার একাদশ বনাম ডেকোরেশন একাদশ অংশগ্রহণ করে। এতে পুরাতন বাজার একাদশ ডেকোরেশন একাদশ কে ২/১ গোলে হারিয়ে জয়লাভ করে।

উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো এবার অনুষ্ঠিত ট্যুর্ণামেন্টের খেলা শুরু হয় ১৭ জুন। এবারে আয়োজিত ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনাল আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দল মেডেল, ট্রফি ও নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার পাবে।