নানিয়ারচরে বই পেয়ে খুশি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

437

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
জেলার নানিয়রচর উপজেলার ৩নং ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনেই নতুর বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন অভিভাবকরা।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ০৯ঃ৩০ ঘটিকায় করোনা পরিস্থিতির মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বগাছড়ি পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ১২০জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সরওয়ার কামাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনসার আলী মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে এই বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে মনোনীত হয় এবং এটি জেলার একমাত্র প্রাথমিক বিদ্যালয় যেখানে স্থানীয় উদ্যোগে “মিড ডে মিল” চালু আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ অক্টোবর প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম যোগদানের পরে পাল্টে যায় ১৯৮২ সালে স্থাপিত এই বিদ্যালয়ের চিরচারিত দৃশ্যপট।

প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের বিদ্যালয় একমাত্র প্রতিষ্ঠান যেখানে শহিদ মিনার রয়েছে। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমাদের রয়েছে সততা স্টোর। শিশুরা এখান থেকে সততার সাথে কেনাকাটা করে এবং প্রতি মাসে উপস্থিতির হারের উপর ভিত্তি করে পুরষ্কার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এবছর করোনা পরিস্থিতিতে আমরা অনেক কার্যক্রম বাস্তবায়ন করতে পারিনি। তবে আমি ও আমার সহকর্মীরা মিলে এই স্কুলটিকে দেশের মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা করে যাব।