নানিয়ারচরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

450

।।নানিয়ারচর প্রতিনিধি।।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার সকালে উপজেলার ৪নং ইউনিয়নের ঘিলাছড়ি জীব কল্যাণ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ১৮৯টি অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১টাকায় আহার, শিশু খাদ্য বিতরণ ও ত্রান সামগ্রী বিতরণ করে থাকে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিতায় ঘিলাছড়ি এলাকার ১৮৯ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী এসব ত্রাণ সামগ্রীর মাঝে সাড়ে ১৭কেজি চাল, ৩কেজি ডাল, ৩কেজি আলু, ২কেজি আটা, ১প্যাকেট বিস্কুট, ২টি টি শার্ট ও ১টি করে লুঙ্গী বিতরণ করা হয়। এসময় কেরেত কাবা মৌজা কার্বারী কমলশুক চাকমা, ফাউন্ডেশন প্রতিনিধি মনি স্বপন চাকমা, রিফাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।