নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা আয়োজন লীন এর

209

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

গ্রামীণ জনগণের মাঝে পুষ্টি সচেতনতা বাড়াতে নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা ও আলোচনা সভার আয়োজন করে তিন পার্বত্য জেলায় পুষ্টি বিষয়ে কাজ করা প্রকল্প লীন (লিডারশীপ টু এনসিওর এ্যাডইক্যুইট নিউট্রেশন) আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বুধবার (১৭ই আগষ্ট) দুপুরে নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান। প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, সহকারী শিক্ষক রুপায়ন বড়ুয়া, জ্ঞানময় চাকমাসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা পালন করে পুষ্টি। আর সুষম পুষ্টি পেতে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তাই সকলকে পুষ্টিকর খাবার খেতে হবে।
বক্তব্যে ডা. নূয়েন খীসা বলেন, খাবারে উন্নতমানের পুষ্টি গুণ পেতে বিভিন্ন রঙের শাক সবজি খেতে হবে। খাবারের কথা ভাবলেই আগে ভাবতে হবে পুষ্টি। আমাদের আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবার খেতে হবে। বৈচিত্রপূর্ণ খাদ্যে বিভিন্ন পুষ্টি গুনাগুন রয়েছে। আলোচনা শেষে রচনা অতিথিরা প্রতিযোগিতা ও পুষ্টি স্টল প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পুরষ্কার বিতরণ করেন।