নানিয়ারচরে বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী অবমুক্ত

388

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচরে বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ।

শনিবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৭নং টিলা এলাকার মোঃ সরওয়ার (১৬) নামের এক কিশোর বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে ৪টি উড়ন্ত কাঠবিড়ালী ধরে। সে এলাকার মোঃ মাহফুজুর রহমানের ছেলে।বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ জানান, বিরল প্রজাতির এই উড়ন্ত কাঠবিড়ালী গুলো আজ বিপন্ন। বন উজাড় ও খাদ্য সংকটে এই প্রাণীরা লোকারণ্যে আসে। বিলুপ্ত এই প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিতে কাজ করে যাচ্ছে বন বিভাগ।স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ছগির হোসেন জানান, গাছের বিভিন্ন ফল ফলাদি নষ্ট করায় কাঠবিড়ালী ভেবে বাড়ির পাশের কাঠাঁল গাছের ফাঁকে তল্লাশি করে ৪টি কাঠবিড়ালী ধরে সরওয়ার। এসময় স্থানীয়রা লক্ষ্য করে এগুলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী।

পরে স্থানীয়রা মিলে প্রশাসনকে জানালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির তত্ত্বাবধানে এই উড়ন্ত কাঠবিড়ালী গুলো পাশের গভীর জঙ্গলে অবমুক্ত করে বনবিভাগ। এসময় বুড়িঘাট ইউপি সদস্য মোঃ শফিউল ইসলাম, নেকজান বেগম, স্থানীয় পল্লী চিকিৎসক কবির হোসেন, বন বিভাগের অফিস সহকারী আব্দুল কুদ্দুস, ভিডিপি প্লাটুন কমান্ডার মিন্টু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।