নানিয়ারচরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত

306

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়াচররে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিজ কার্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, অফিসার ইনচার্জ সুজন হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।