নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

441

।। মাহাদী বিন সুলতান ।।

নানিয়ারচর উপজেলায় মাসিক (ফেব্রুয়ারি) আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

সভায় বক্তারা অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, মাদক নিয়ন্ত্রণ, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন, দুর্নীতিতে জিরো টলারেন্সসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে ইলিপন চাকমা বলেন, আইন শৃঙ্খলা ভাল রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সকলকে মাদক, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন বন্ধ, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটাসহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে শিউলি রহমান অতীতের তুলনায় নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান এবং জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের শতভাগ উপস্থিতি কামনা করেন।