নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

165

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১শে আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনিক হল রুমে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

সভায় বাল্যবিবাহ, মাদক, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা, উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরজামাল হাওলাদার , নানিয়ারচর থানার ওসি তদন্ত মুন্সী আনিসুর রহমান ,সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুয়েন খীসা,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ কমিটির অন্যান্য সদস্যগন।