।।মাহাদী বিন সুলতান।।
লাইসেন্সবিহীন যান চলাচল রোধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার বগাছড়ি রাস্তার মাথা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাইসেন্স বিহীন যান চলাচলের উপর সতর্কীকরণ প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। সূত্রটি আরো জানায়, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬নং ধারায় লাইসেন্স বিহীন ১০জন চালককে ১৯০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার এসআই মোঃ তারেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।