॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে সড়ক দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭জন বাইক চালককে ৪ হাজার ৯০০টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালাত। মঙ্গলবার (২ আগষ্ট) বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে উপজেলার সমাজ কল্যাণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ম্যাজিষ্ট্রেট মো. ফজলুর রহমান। এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ফজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ ৪হাজার ৯০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী গাড়ির রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করছি। তবে মোটর সাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করণে বেশি গুরুত্ব দিচ্ছি। নানিয়ারচর উপজেলায় হেলমেট ব্যতিত বাইক চালানোর বিষয়ে কোন ছাড় দেওয়া হনে না। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।