।।নানিয়ারচর প্রতিনিধি।।
নানিয়ারচরে ১০লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (১০বীর)। সোমবার দুপুরে নানিয়ারচর সেনা জোনের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের তৈ-চাকমা মৌজার ১৭মাইল এলাকা হতে ২৫০টুকরা গোল কাঠ (সেগুন ও গামারী) জব্দ করে।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কাঠ পাচারকারী চক্রটি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। জব্দকৃত কাঠের স্থানীয় বাজারমূল্য ১০লক্ষাধিক টাকা হবে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ১৭মাইল এলাকা অবৈধ কাঠ পাচারকারীদের একটি বিশেষ অঞ্চল।
সূত্রটি জানায়, সেগুন, গামার, কড়ই, ফুল সুমারিসহ নাম না জানা আরো অনেক বনজ কাঠ পাচার করে চক্রটি। এই ব্যাপারে বন বিভাগের তৈ চাকমা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিস্তারিত তথ্য জেনে জানানোর কথা বললেও যোগাযোগ করেননি। পরবর্তীতে তার সাথে পুনরায় যোগাযোগ করা হলেও তিনি কোন জবাব না দিয়ে প্রতিবেদকের প্রশ্ন এড়িয়ে যান।
এবিষয়ে নানিয়ারচর জোন সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ট্রাকের অধিক অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ এসব কাঠ বন বিভাগকে হস্তান্তরের পক্রিয়া চলছে।